কেন ক্ষমা চাইলেন শাহরুখ?

গতকাল সকাল থেকেই উচ্ছ্বাসে ফেটে পড়েছিল মান্নাতের সামনের রাস্তাঘাট। হাজারো ভক্তের চোখ একটিমাত্র মুখের অপেক্ষায়, তিনি হলেন বলিউড বাদশাহ শাহরুখ খান। কিন্তু এবার ভক্তদের সেই প্রতীক্ষার পরিণতি হলো হতাশা। প্রতি বছর যিনি জন্মদিনে মান্নাতের বারান্দা থেকে হাত নেড়ে খুশি বিলিয়ে দেন, সেই কিং খান এবার আর দেখা দিলেন না! ফ্লাইং কিসও নয়, কেবল নিস্তব্ধ অপেক্ষা। শেষমেশ সামাজিক মাধ্যমে নিজের অনুপস্থিতির জন্য ভক্তদের কাছে ক্ষমা চাইলেন বাদশাহ।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, এই মুহূর্তে মান্নাত ছেড়ে অস্থায়ী ঠিকানা আলিবাগে থাকে শাহরুখ ও তার পরিবার। জল্পনা চলছিল তাহলে কি এইবছর মান্নাতের বারান্দা থেকে তার সেই আইকনিক ‘বার্থডে অ্যাপিয়ারেন্স’ দেখতে পাওয়া যাবে না? সেই আশঙ্কাই সত্যি হলো।

এ জন্য রবিবার (০২ নভেম্বর) নিজের সোশ্যাল হ্যান্ডেল ‘এক্স’ এর মাধ্যমে দুঃখপ্রকাশ করেন। সঙ্গে কেন এবার সিদ্ধান্ত নিয়েছেন সেটাও ব্যাখ্যাও দিলেন । এক্স হ্যান্ডেলে শাহরুখ লিখেছেন, ‘কর্তৃপক্ষের পক্ষ থেকে আমাকে জানানো হয়েছে যে আমি বাইরে বেরিয়ে আপনাদের সকলের সঙ্গে দেখা করতে পারব না।’

‘আপনারা এতজন প্রিয় মানুষ আমার জন্য অপেক্ষা করছেন, কিন্তু ভিড় নিয়ন্ত্রণের সমস্যার কারণে সকলের সামগ্রিক নিরাপত্তার স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

এরপর ক্ষমা চেয়ে শাহরুখ বলেন, ‘আপনাদের সকলের কাছে গভীর দুঃখ প্রকাশ করছি। আপনারা বিষয়টি বুঝবেন এবং বিশ্বাস করুন আপনাদের চেয়ে আমিই বেশি মিস করব এই দেখাটি।’

শেষে লিখেছেন, ‘আমি আপনাদের সকলের সঙ্গে দেখা করার এবং ভালোবাসা ভাগ করে নেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম। আপনাদের সকলকে অনেক ভালোবাসা জানাই।’

You might also like

Comments are closed.