জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, এখন কেউ যদি আওয়ামী লীগ হয়ে উঠতে চায় তাদের বিরুদ্ধেও আমাদের প্রতিরোধ অব্যাহত থাকবে। আমরা ফ্যাসিবাদ তাড়িয়েছি আবার কোনো মুসিবত ডেকে আনার জন্য নয়। ফ্যাসিবাদ গিয়েছে কিন্তু কোনো ভূরাজনৈতিক দল আবার ফ্যাসিবাদ হয়ে দাঁড়াতে পারে। ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলোর যে অবস্থান ছিল তা এখনো আছে।
শনিবার (৮ মার্চ) সন্ধ্যায় কুমিল্লার দেবিদ্বারে সাংবাদিকদের সঙ্গে ইফতার শেষে তিনি এসব কথা বলেন।
হাসনাত বলেন, জাতীয় নাগরিক পার্টির ব্যানারে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করছি। প্রথমত মনোযোগ দিচ্ছি সাংগঠনিক বিস্তারে। ইলেক্টোরাল প্রসেসের মধ্য দিয়ে আমাদের যেতে হবে। গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে অংশগ্রহণ করছি ভোট করে জেতার জন্যই। সেই লক্ষ্যে আমরা আমাদের কার্যক্রম চালাচ্ছি।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, পৃথিবীতে অনেক দেশে রেভ্যুলেশনের পর প্লাটফর্মটি থেকে গেছে। সেইমত গণঅভ্যুত্থানের প্ল্যাটফর্ম হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে যাবে। তারা কালচারাল কার্যক্রম এবং বৈষম্যের বিরুদ্ধে সব সময় আন্দোলন সংগ্রাম অব্যাহত রাখবে। ফ্যাসিবাদের বিরুদ্ধে এবং বিচারের দাবিতে সব সময় সোচ্চার ভূমিকা পালন করবে।
তিনি বলেন, সমন্বয়ক পরিচয়ে কেউ বিশেষ সুবিধা ভোগ করতে পারবে না। সমন্বয়ক পরিচয়ে কেউ আইন পরিপন্থী কাজ করলে বিদ্যমান আইন অনুযায়ী তার বিচার হবে।
এর আগে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে গণমাধ্যম কর্মীদের অন্যায়ের সঙ্গে আপোষ না করার অনুরোধ করেন হাসনাত।
তিনি বলেন, আমরা চাই সত্য প্রকাশের মাধ্যমে গণমাধ্যম তার পূর্ণ স্বাধীনতা ভোগ করুক। সমাজের সকল অসংগতি তুলে ধরে সঠিক দায়িত্ব পালন করুক।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন দৈনিক সমকালের কুমিল্লা জেলা প্রতিনিধি কামাল উদ্দিন, দৈনিক যুগান্তরের কুমিল্লা ব্যুরো রিপোর্টার আবুল খায়ের, সাংবাদিক সাইফ উদ্দিন রনি, সৈয়দ খলিলুর রহমান বাবুল প্রমুখ।