কেইর স্টার্মার লেবার পার্টির নতুন নেতা

বৃটিশ লেবার পার্টির নতুন নেতা নির্বাচিত হয়েছেন স্যার কেইর স্টার্মার। জেরেমি করবিনের স্থানে তিনিই নেতৃত্ব দেবেন প্রভাবশালী দলটির। নির্বাচিত হয়েই তিনি ঘোষণা দিয়েছেন, লেবার পার্টিকে নিয়ে নতুন যুগে প্রবেশ করবেন তিনি। এই যুগ হবে আত্মবিশ্বাস ও আশার।

দলের প্রধান নির্বাচনে ভোট দিয়েছেন বৃটেনের লেবার পার্টির সমর্থক ও সদস্যরা। এতে ৫৭ বছর বয়সি কেইর স্টার্মার হারিয়ে দিয়েছেন অপ দুই প্রতিদ্বন্দ্বী লিসা ন্যান্ডি ও রেবেকা লং-বেইলিকে। ব্যক্তি জীবনে তিনি একজন আইনজীবি। ২০১৫ সালে তিনি প্রথম এমপি নির্বাচিত হন।

জয়ী হয়ে তিনি প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে কথা বলেছেন। আগামি সপ্তাহে করোনা ভাইরাস সংকট নিয়ে তার সঙ্গে আলোচনায় বসবেন স্টার্মার।
নির্বাচনে কেইর স্টার্মার পেয়েছেন ৫৬.২ শতাংশ ভোট। অপরদিকে তার প্রতিদ্বন্দ্বীরা পেয়েছেন যথাক্রমে ২৭.৬ ও ১৬.২ শতাংশ ভোট।

You might also like

Comments are closed.