কৃষকের কারণে রক্ষা পেলো ঈদ স্পেশাল ট্রেন

কৃষকের উপস্থিত বুদ্ধি এবং তাৎক্ষণিক প্রচেষ্টায় অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে মোহনগঞ্জগামী ঈদ স্পেশাল ট্রেন।

গফরগাঁওয়ের স্টেশন মাস্টার সেলিম আল হারুন বিষয়টি নিশ্চিত করেছেন।

গফরগাঁওয়ে মশাখালী রেল ব্রীজের উপর লাইনের ফিসপ্লেট ভেঙে যাওয়ায় এই দুর্ঘটনার আশঙ্কা দেখা দেয়।

মঙ্গলবার (১২ জুলাই) দুপুরে মাঠে গরু চড়াতে এসে ফিসপ্লেট ভাঙা দেখতে পান স্থানীয় কৃষক ছালেহ আহমেদ। এমন সময় দূরে ট্রেনের শব্দ পেয়ে তিনি এক ভ্যান চালকের কাছ থেকে লাল গামছা নিয়ে লম্বা ডালে বেঁধে নাড়তে থাকেন। এরপর চালক সংকেত পেয়ে ট্রেনটি থামান। ফলে নিশ্চিত দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় ট্রেনটি।

এ ঘটনার পর প্রায় এক ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ ছিল। ফিসপ্লেট সংস্কারের পর যোগাযোগ পুনরায় চালু হয়। বর্তমানে ধীর গতিতে ব্রীজের ওই অংশটুকু দিয়ে রেল চলাচল করছে।

সেলিম আল হারুন বলেন, শীলা নদীর ব্রিজের লাইনের উপরে ফিসপ্লেটের চলটা দেড় ফুটের মতো উঠে গিয়েছিল। এখনও কাজ চলছে, পাশাপাশি ধীরগতিতে ট্রেন পারাপার করে রেল যোগাযোগ সচল রাখা হয়েছে।

You might also like

Leave A Reply

Your email address will not be published.