কুড়িগ্রামে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

কুড়িগ্রামের রাজারহাটে নিখোঁজের একদিন পরে তিস্তা নদীতে শিশু নাজিমের (৫)মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুরে বাড়ীর পাশের তিস্তা নদী থেকে রংপুর ডুবুরি দল এসে নাজিমের মরদেহ উদ্ধার করে। সে তিস্তা নদীর উত্তর তীরবর্তী বসবাসকারী রফিকুল ইসলামের তৃতীয় সন্তান।

প্রতিবেশী ও পরিবার সুত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় অন্যান্য ছেলেমেয়েদের সাথে গত মঙ্গলবার বিকেলে খেলছিল নাজিম।পাশেই নাজিমের মা অন্যান্য মহিলাদের সাথে গল্প করছিলেন। হঠাৎ করে সন্তানের কথা মনে পড়ে মায়ের। হদিস না পেয়ে স্থানীয়দের সন্দেহ হয় নদীতে পড়তে পারে।কারণ নাজিম যেখানে খেলাধূলার স্থানের পাশেই তিস্তা নদীর তীরে একটি নৌকা বাধা ছিলো। প্রায়ই নাজিম নৌকায় উঠে খেলা করত। মঙ্গলবার রাতে  রাজারহাট ফায়ার স্টেশনে যোগাযোগ করা হয়। বুধবার দুপুরে রংপুরের ডুবুরি দল এসে রাজারহাট ও রংপুর  ফায়ার স্টেশনের যৌথ তত্ত্বাবধায়নে তিস্তা নদীতে নিখোঁজ শিশু নাজিমের মরদেহ উদ্ধার করে।
স্থানীয়রা জানান, ছয় বছর পুর্বে তিস্তা নদীর একই স্থানে রফিকুল ইসলামের বাবা নৌকা ডুবিতে নিখোঁজ হন এবং আজো তার সন্ধান মিলেনি।

রাজারহাট ওসি তসলিম উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

-কুড়িগ্রাম প্রতিনিধি

You might also like

Comments are closed.