কুষ্টিয়ায় ট্রাকচাপায় প্রাণ গেল মা ও সন্তানের

কুষ্টিয়া শহরের ত্রিমোহনী বাইপাস মোড়ে ডাম্পট্রাকচাপায় তিন বছর বয়সী শিশু সন্তানসহ মা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন নিহত শিশুর বাবা। শুক্রবার (২৮ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ইতি খাতুন (৩০), আহনাফ ইব্রাহিম (৩)। তারা কুষ্টিয়া শহরের কোর্টপাড়ার বাসিন্দা।

চৌরহাস হাইওয়ে পুলিশের এস আই জয়দেব বলেন, নিহতদের মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হবে। আহত একজনকে হাসপাতালে পাঠিয়েছেন স্থানীয়রা।

তবে ট্রাকটি কোথা থেকে আসছিল কিংবা মোটরসাইকেল আরোহীরা কোথায় যাচ্ছিলেন সে বিষয়ে কিছু জানাতে পারেননি তিনি।

প্রত্যক্ষদর্শী সিদ্দিক আলী বলেন, ভেড়ামারা থেকে অটোরিকশায় কুষ্টিয়া শহরের যাচ্ছিলাম। বাইপাস মোড়ে পৌঁছানোর আগে একটি ডাম্পট্রাক আমাদের ওভারটেক করে। পরে মোড় পার হওয়ার সময় ট্রাকটি কালো ধোঁয়া উড়িয়ে চলে যায়। আমরা মোড়ে পৌঁছে দেখি মোটরসাইকেল উল্টে তিনজন পড়ে আছেন। তাদের মধ্যে দুইজন মারা গেছেন।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক হোসেন ইমাম বলেন, একজনকে হাসপাতালে আনা হয়েছিল। তবে তাকে রিলিজ করা হয়েছে। নিহতদের মরদেহ এখনো আনা হয়নি।

You might also like

Leave A Reply

Your email address will not be published.