কুমিল্ল সিটির সাবেক মেয়র তাহসীনের সম্পদ ক্রোকের আদেশ

কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র তাহসীন বাহারের স্থাবর-অস্থাবর সম্পদ ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। এর মধ্যে উত্তরায় তার নামে ১টি ফ্ল্যাট ও ৯টি ব্যাংক হিসাব রয়েছে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন সোমবার (৩ মার্চ) এ আদেশ দেন।

দুদকের পক্ষ থেকে আদালতকে জানানো হয়েছে, তিন কোটি চার লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তাহসীন বাহারের বিরুদ্ধে দুদক মামলা করেছে। তার ব্যাংক হিসেবে ৪২ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন হয়েছে।

এর আগে গত বছরের ১১ নভেম্বর কুমিল্লা-৬ আসনের সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার, তার স্ত্রী মেহেরুন্নেসা, মেয়ে কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র তাহসীন বাহার ও আয়মান বাহারের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন আদালত।

দুদকের পক্ষ থেকে বলা হয় , আ ক ম বাহাউদ্দিন, তাহসীন বাহারসহ অন্যদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে নিয়োগ–বাণিজ্য, টেন্ডারবাজি, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে নানা উন্নয়ন প্রকল্পের সরকারি অর্থ আত্মসাৎ করে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে দুদক। বাহাউদ্দিন ও তার পরিবারের সদস্যদের নামে ঢাকার উত্তরায় ফ্ল্যাট, কুমিল্লায় একাধিক প্লট, মার্কেটসহ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ রয়েছে।

২০১১ সালে কুমিল্লা সিটি করপোরেশন হওয়ার পর দুই দফায় মেয়র ছিলেন বিএনপির নেতা মনিরুল হক। ২০২২ সালের নির্বাচনে তাকে হারিয়ে মেয়র নির্বাচিত হয়েছিলেন আওয়ামী লীগের নেতা আরফানুল হক।

আরফানুল হক ২০২৩ সালের ডিসেম্বরে মারা যাওয়ায় এই সিটি করপোরেশনে মেয়র পদে গত বছরের মার্চে উপনির্বাচন হয়। সেই উপনির্বাচনে তাহসীন বাহার বিজয়ী হন। তবে মেয়র হলেও তাহসীন বেশি দিন দায়িত্ব পালন করতে পারেননি। গণ-অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বাবা বাহারের সঙ্গে তিনিও পালিয়ে যান।

You might also like

Leave A Reply

Your email address will not be published.