কুমিল্লায় সড়ক দুর্ঘটনার কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২০ কি.মি. যানজট

কুমিল্লার পদুয়ার বাজার বিশ্ব রোড এলাকায় প্রাইভেট কারের ওপর উল্টে পড়া কাভার্ডভ্যানের কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুই অংশে প্রায় ২০ কিলোমিটার দীর্ঘ যানজট তৈরি হয়েছে।
শুক্রবার (২২ আগস্ট) দুপুর ১২টার দিকে মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার বিশ্ব রোড এলাকায় চলন্ত প্রাইভেট কারের ওপর কাভার্ডভ্যান উল্টে পড়ে একই পরিবারের চারজন নিহত হন।
এ দুর্ঘটনার পর হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের যৌথ তৎপরতায় উদ্ধার কাজ শুরু হলেও চার ঘণ্টায়ও দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যান মহাসড়ক থেকে সরানো যায়নি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিকেল সোয়া ৪টার দিকে দুটি ক্রেন ঘটনাস্থলে আনা হয়েছে।
You might also like

Comments are closed.