কিয়ার অফ-রোডিং সংস্করণের বৈদ্যুতিক এসইউভি

শহরের পিচঢালা পথ ছেড়ে যারা দুর্গম পথে অ্যাডভেঞ্চার পছন্দ করেন, তাদের কথা ভেবে নতুন চমক নিয়ে এসেছে দক্ষিণ কোরিয়ার অটোমোবাইল নির্মাতা প্রতিষ্ঠান কিয়া। সম্প্রতি ২০২৫ গুয়াংঝু মোটর শোতে প্রতিষ্ঠানটি তাদের জনপ্রিয় বৈদ্যুতিক এসইউভি ‘ইভি৫’-এর একটি বিশেষ সংস্করণ উন্মোচন করেছে। ‘ইভি৫ উইকেন্ডার’ নামে এই কনসেপ্ট গাড়িটি মূলত একটি অফ-রোড বৈদ্যুতিক বাহন।

কিয়ার জনপ্রিয় স্পর্টেজ মডেলের সমান আকারের এই বৈদ্যুতিক গাড়িটিতে অফ-রোডিংয়ের জন্য বেশকিছু পরিবর্তন আনা হয়েছে। সাধারণ ইভি৫ মডেলের ওপর ভিত্তি করে তৈরি হলেও উইকেন্ডার সংস্করণে যুক্ত করা হয়েছে শক্তিশালী ও মজবুত বাম্পার। চাকার চারপাশে দেওয়া হয়েছে বিশেষ ক্ল্যাডিং ও ২০ ইঞ্চির অল-টেরেইন টায়ার, যা যেকোনো রাস্তায় চলতে সক্ষম। এ ছাড়া এবড়োখেবড়ো পাহাড়ি পথে চলার সুবিধার্থে গাড়িটির সাসপেনশন সাধারণ মডেলের চেয়ে কিছুটা উঁচু করা হয়েছে। রাতের আঁধারে পথ চলার জন্য ছাদে যুক্ত করা হয়েছে এলইডি লাইটসহ রুফ র‌্যাক।

বাইরের মতো গাড়ির ভেতরেও এসেছে বড় পরিবর্তন। নতুন ডিজাইনের স্টিয়ারিং হুইল এবং নিওন রঙের ব্যবহার এর ইন্টেরিয়রকে বেশ আকর্ষণীয় করেছে। পেছনের সিটগুলো পুরোপুরি সমতল করে ভাঁজ করা যায়। ফলে মাউন্টেন বাইক, ক্যাম্পিংয়ের সরঞ্জাম বা বড় কোনো ব্যাগ সহজে বহন করা সম্ভব। ভ্রমণের সময় জিনিসপত্র আটকে রাখার জন্য বিশেষ স্ট্র্যাপ, বিল্ট-ইন রেডিও এবং স্মার্ট স্টোরেজ ব্যবস্থাও রাখা হয়েছে। এমনকি পেছনের টেলগেটটিও ক্যাম্পিং টেবিল হিসেবে ব্যবহার করা যাবে।

ইভি৫ কিয়ার চতুর্থ গাড়ি, যা অফ-রোড সংস্করণে রূপ পেল। এর আগে পিবি৫ ভ্যান, ইভি৯ এবং তাসমান পিকআপের এমন সংস্করণ দেখা গেছে। আকারের দিক থেকে ইভি৫ লম্বায় ৪ হাজার ৬১০ মিলিমিটার, যা কিয়া স্পর্টেজের চেয়ে সামান্য বড়। ই-জিএমপি প্ল্যাটফর্মে তৈরি এই গাড়িতে ৬০.৩ ও ৮১.৪ কিলোওয়াট-ঘণ্টার দুটি ব্যাটারি প্যাকের সুবিধা রয়েছে, যা একবার পূর্ণ চার্জে যথাক্রমে ৪০০ থেকে ৫৩০ কিলোমিটার পর্যন্ত চলতে সক্ষম। ফাস্ট চার্জিং প্রযুক্তির ফলে মাত্র ৩০ মিনিটে এটি ১০ থেকে ৮০ শতাংশ চার্জ হতে পারে।

যুক্তরাজ্যে ইভি৫-এর সাধারণ মডেলের দাম শুরু হচ্ছে প্রায় ৫৩ হাজার ডলার থেকে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৫ লাখ টাকা। তবে অফ-রোড সংস্করণটি কবে বাজারে আসবে, তা এখনো নিশ্চিত করেনি কিয়া। এদিকে কিয়ার সহযোগী প্রতিষ্ঠান হুন্দাইও সম্প্রতি তাদের অফ-রোড বৈদ্যুতিক এসইউভি ‘ক্রেটার কনসেপ্ট’ জনসমক্ষে এনেছে।

You might also like

Comments are closed.