কাস্তে নিয়ে ব্যস্ত জয়া!

জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানকে দেখা গেল একেবারেই ভিন্ন লুকে। তিনি শীত উদযাপন করছেন। সতেজ ফুলকপি নিজ হাতে তুলছেন তিনি। চোখে মুখেও ফুটে উঠেছে অনাবিল হাসি।

সামাজিক মাধ্যমে একটি রিলস ভিডিও শেয়ার করলেন জয়া। বাংলার কৃষকদের মতোই হাতে কাস্তে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন সবজি তুলতে। ফুলকপি থেকে শুরু করে ধনেপাতা, শালগম- কি না ছিল সেই খামারে; সবই যত্নের সঙ্গে কাস্তে দিয়ে কাটছেন আর তুলছেন।

যদিও খামারটা কার বা কোথায়, সে বিষয়ে কিছুই উল্লেখ করেননি জয়া। তবে ভিডিওতে জয়াকে তখন খুব হাস্যজ্বল ও সাধারণ পোশাকেই দেখা গেছে। ভিডিওতে দেখা মিলেছে তার পোষ্য কুকুর ছানাটির।

ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘ময়লায় হাত, মাথায় রোদ, প্রকৃতির সাথে হৃদয়, কৃষি জীবনই শ্রেষ্ঠ।’

তবে ভিডিওটি দেখে জয়ার ভক্ত অনুরাগীরা প্রশংসায় ভাসিয়েছেন অভিনেত্রীকে। তাদের একাংশ আবার ধারণা করেছেন, এটি জয়ার কোনো নিজস্ব ফার্ম হতে পারে, যেখানে জয়া নিজ হাতে সবজি চাষ করে থাকেন।

You might also like

Leave A Reply

Your email address will not be published.