গোপালগঞ্জের কাশিয়ানীতে কোনো এক গাড়ির সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের চালকসহ তিন আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার (১৭ জানুয়ারি) ভোর ৬টার দিকে উপজেলার হিরণ্যকান্দি এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে সাম্পান হাইওয়ে রেস্টুরেন্টের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার পোনা এলাকার বিষ্ণু দাসের ছেলে দীপু দাস (১৬)। একই এলাকার বাবুল নাগের ছেলে বিশাল নাগ (১৫) ও চর পিংগলিয়া গ্রামের মনির মৃধার ছেলে হৃদয় মৃধা (১৫)। এদের মধ্যে দীপু দাস একাদশ শ্রেণি ও বিশাল নাগ অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
ঘটনাস্থলে উত্তেজিত জনতার ভিড় । ছবি: সংগৃহীত
ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. রোকিবুজ্জামান জানান, উপজেলার পোনা গ্রামের বাড়ি থেকে খেজুরের রস খাওয়ার উদ্দেশ্যে একটি মোটরসাইকেলে করে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কালিনগর এলাকায় যাচ্ছিল ওই তিন যুবক। ঢাকা-খুলনা মহাসড়কের হিরণ্যকান্দি এলাকায় ঘন কুয়াশার কারণে অজ্ঞাত গাড়ির সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন মারা যায়। গুরুতর আহতাবস্থায় অপর দুজনকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ওসি বলেন, ‘আমরা ঘাতক যানবাহনটি শনাক্তের চেষ্টা করছি। আমাদের আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।’

Comments are closed.