কারামুক্ত সাংবাদিক কাজল

ফটোসাংবাদিক সফিকুল ইসলাম কাজল কারাগার থেকে জামিনে মুক্ত হয়েছেন। শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে কেরানীগঞ্জ কারাগার থেকে মুক্তি পেয়ে বাসায় যান তিনি। শফিকুল ইসলাম কাজলের ছেলে মনোরম পলক এ তথ্য নিশ্চিত করেছেন।

ঢাকা থেকে নিখোঁজ হয়েছিলেন সাংবাদিক কাজল। তার সন্ধান চেয়ে আন্দোলনে নামেন সাংবাদিকসহ বিভিন্ন পেশার মানুষ। এক পর্যায়ে গত ৩ মে তার সন্ধান পাওয়া যায়।

সন্ধান পাওয়ার পর বেনাপোল থেকে গ্রেপ্তার করে কাজলের বিরুদ্ধে ভারতে অবৈধ অনুপ্রবেশের মামলা করে পুলিশ। পরে ডিজিটাল নিরাপত্তা আইনে তার বিরুদ্ধে মামলা হয়।

গত ২৪ নভেম্বর শেরেবাংলা নগর থানায় সংসদ সদস্য সাইফুজ্জামান শিখরের করা মামলায় হহাইকোর্ট থেকে জামিন পান সাংবাদিক কাজল।
এরপর ১৭ ডিসেম্বর ডিজিটাল নিরাপত্তা আইনের দুই মামলায় হাইকোর্ট থেকে জামিন পান তিনি।

ওইদিন রাজধানীর কামরাঙ্গীরচর ও হাজারীবাগ থানার এ দুই মামলায় জামিন পাওয়ায় তার কারামুক্তিতে আর কোনো বাধা নেই বলে জানান আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া।

You might also like

Leave A Reply

Your email address will not be published.