কানে জাহ্নবীকে প্রকাশ্যে কটাক্ষ

জাহ্নবী কাপুর যেখানে আছেন, সেখানে যে বিতর্ক থাকবে না— তা কি কখনো হয়! তারকার সন্তান হওয়ায় অভিনয়ের সুযোগ পেয়েছেন—এমন সমালোচনা তার অভিনয়জীবনের শুরু থেকেই। তার করা আলটপকা মন্তব্য থেকে শুরু করে পোশাক নিয়েও নানা সময়ে বাধে বিতর্ক। এবারই প্রথম কান উৎসবের লালগালিচায় হেঁটেছেন শ্রীদেবী-কন্যা। সেখানেও বিতর্ক যেন তার পিছু ছাড়েনি।

পরিচালক নীরজ ঘেওয়ান দাবি করে বলেন, বিভিন্ন সময়ে জাহ্নবীকে প্রকাশ্যে অপমান করা হয়েছে। নীরজের ছবি ‘হোমবাউন্ড’ প্রদর্শিত হয়েছে কান চলচ্চিত্র উৎসবে। জাহ্নবীও আঁ সার্তে রিগা বিভাগে থাকা এই ছবিতে অভিনয় করেছেন। কানের লালগালিচায় জাহ্নবীর পাশে দেখা গেছে পরিচালককেও। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রীকে নিয়ে কথা বলেন নীরজ।

 

কান উৎসবে যাওয়ার পরেও তার পোশাক থেকে শুরু করে অভিনয়–প্রতিভা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিদ্রূপ করা হয়েছে। এটা নিয়েও বিরক্তি প্রকাশ করেন ‘মাসান’ নির্মাতা।

চলচ্চিত্রবিষয়ক মার্কিন গণমাধ্যম ভ্যারাইটিকে দেওয়া সাক্ষাৎকারে নীরজ বলেছেন, জনসমক্ষে অপমান করা হয়েছে জাহ্নবীকে। তীব্র কটাক্ষের শিকার ও। কিন্তু এই ছবিতে ওর সত্যিকারের প্রতিভা দেখতে পাবে মানুষ। দর্শক এই ছবি দেখলেই বুঝবে, ও কতটা প্রতিভাবান অভিনেত্রী।

এই ছবির শুটিং চলাকালীন বাবাসাহেব অম্বেদকরের ‘অ্যানিহিলিশন অব কাস্ট’ বইটি জাহ্নবীকে উপহার দিয়েছিলেন নীরজ। পরিচালক বলেছেন, ‘বইটি পেয়ে শামুকের গর্তে ঢুকে গিয়েছিল জাহ্নবী।’

ছবির প্রযোজক করণ জোহর জানিয়েছেন, পরিচালকের সঙ্গে দশ দিনের কর্মশালা করেছিলেন জাহ্নবী। এ সময়টায় জাহ্নবী মনে করতেন, তিনি কোনো মনোবিদের সঙ্গে রয়েছেন। নিজের মনের অন্দরেও নানা পরিবর্তন দেখেছেন তিনি। করণ বলেছেন, ‘জাহ্নবী এখনো বলে, ওই সাত-আট দিন ওর জীবনের সেরা সময় কেটেছে।’

You might also like

Comments are closed.