কানাডায় উৎসবে গাড়ি হামলা, বেশ কয়েকজন নিহত

কানাডার ভ্যাঙ্কুভারে উৎসবে জড়ো হওয়া মানুষের ভিড়ের মধ্যে গাড়ি চালিয়ে দেওয়ার ঘটনায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। ভ্যাঙ্কুভার পুলিশ ও সরকারি কর্মকর্তাদের বরাতে বিবিসি জানিয়েছে, ভ্যাঙ্কুভারে লাপু লাপু ডের একটি অনুষ্ঠানে একটি গাড়ি ভিড়ের মধ্যে ঢুকে পড়ে।

পুলিশ জানিয়েছে, বেশ কয়েকজন নিহত ও আরও কয়েকজন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে স্থানীয় সময় রাত ৮টায় (বাংলাদেশ সময় ভোররাত ৪টায়)। অভিযুক্ত চালককে আটক করেছে পুলিশ।

ভ্যাঙ্কুভার পুলিশ জানিয়েছে, বেশ কয়েকজন নিহত ও আহত হয়েছেন। পুরো ঘটনা তারা তদন্ত করছে। এক বিবৃতিতে বলা হয়েছে, ঘটনাস্থল থেকে ভ্যাঙ্কুভারের বাসিন্দা ৩০ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, স্থানীয় সময় আনুমানিক রাত ৮টা ১৪ মিনিটে (বাংলাদেশ সময় ভোররাত ৪টা ১৪ মিনিটে) পূর্ব ৪৩তম অ্যাভিনিউ ও ফ্রেজার স্ট্রিটের কাছে লাপু লাপু ডে উৎসবে এক ব্যক্তি ভিড়ের মধ্যে গাড়ি চালিয়ে দেন।

You might also like

Comments are closed.