কাতার আমিরের এয়ার অ্যাম্বুলেন্সে দেশে ফিরছেন খালেদা
দীর্ঘ চার মাস পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া লন্ডন থেকে দেশে ফিরবেন। সোমবার (৫ মে) কাতারের রয়াল এয়ার অ্যাম্বুলেন্সে দেশে ফিরবেন তিনি। একইসঙ্গে তার দুই পুত্রবধূ ডা. জোবাইদা রহমান ও সৈয়দা শামিলা রহমানও দেশে ফিরবেন।
শনিবার (৩ মে) সন্ধ্যায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তথ্যটি নিশ্চিত করেছেন।
বিএনপি মহাসচিব বলেন, চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কাতারে আমিরের দেওয়া বিশেষ বিমান এয়ার অ্যাম্বুলেন্সে করে আগামী ৫ মে সোমবার বাংলাদেশে আসবেন ইনশাআল্লাহ। সময় চূড়ান্ত হবার পরে জানানো হবে। দেশে ফেরার পথে বেগম খালেদা জিয়ার সঙ্গে আরও থাকছেন তার চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন, উপদেষ্টা ডা. আমিনুল হক চৌধুরী, এপিএস মাসুদুর রহমান এবং দুই গৃহপরিচারিকা ফাতেমা বেগম ও রূপা হক।

Comments are closed.