কাজের স্বীকৃতি স্বরূপ ’প্রাইজ পোস্টিং’ পেলেন ডিসি মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা

২৫তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞাকে ২০২৫ সালের ৯ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক হিসেবে বদলি করা হয়। নারায়াণগঞ্জে এসে এক বছরের কম সময়ে সাধারণ মানুষের কাছে তিনি পরিচিত হন মানবিক ও উদ্যোগী ডিসি হিসেবে। প্রশাসনের নানা খাতে সুশাসন, জনসেবা, পরিবেশ, সুরক্ষা সবক্ষেত্রেই তার সক্রিয়তা ও দৃশ্যমান উদ্যোগ তাকে দ্রুতই আলোচনায় নিয়ে আসে।

কর্মদক্ষতা, সেবামূলক উদ্যোগ সুশাসন আর গতিশীল প্রশাসনিক নেতৃত্বের মূল্যায়নের স্বীকৃতি স্বরূপ তাকে নারায়ণগঞ্জ থেকে বদলি করে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ও বাণিজ্যিক রাজধানী হিসেবে স্বীকৃত চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন করা হয়েছে। প্রশাসনে এই পোস্টিংকে ‘প্রাইজ পোস্টিং’ হিসেবে বিবেচনা করা হয়। গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই বদলির আদেশ জারি করা হয়।

নারায়ণগঞ্জে দায়িত্ব পালনকালে জাহিদুল ইসলাম মিঞা নানা মানবিক ও উন্নয়নমূলক পদক্ষেপে আলোচিত হন। গ্রিন অ্যান্ড ক্লিন কর্মসূচির আওতায় এক লাখ বৃক্ষরোপণ, জলাবদ্ধতা নিরসনে খাল খনন, ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ নির্মাণ, শহীদ পরিবারের জন্য আর্থিক সহায়তা, খেলাধুলার উন্নয়নে কোচ খেলোয়াড়দের সহায়তা, সরকারি নানা দপ্তরে দালালবিরোধী অভিযান, সড়কে শৃঙ্খলা রক্ষায় পেশাদার ড্রাইভারদের ডাটাবেজের আওতায় আনা, নিরাপদ খাদ্যের জন্য নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা এমন বহু উদ্যোগ তাকে সাধারণ মানুষের কাছে জনপ্রিয় করে তোলে।

 

বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, নারায়ণগঞ্জে আসার আগে পত্র-পত্রিকায় নিউজ দেখে এক রকম ধারণা ছিল। কিন্তু এখানে পোস্টিং হয়ে আসার পর তিনি দেখেছেন, ধারণার সাথে বাস্তবতার সম্পূর্ণ উল্টো ছবি। আমি যখন যে কাজে হাত দিয়েছি আপনাদের সকলের সহযোগিতা পেয়েছি। আমার চাকরিজীবন ২০ বছর পেরিয়ে গেছে। দেশের বিভিন্ন জেলায় কাজ করেছি। সেই অভিজ্ঞতার আলোকে বলতে পারি যে, যে দুই-একটি স্টেশন মনে থাকবে তার মধ্যে নারায়ণগঞ্জ অন্যতম। এখানকার রাজনৈতিক ব্যক্তিরা, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও মিডিয়া আমাকে যে ভাবে সাপোর্ট করেছে, একজন সরকারি কর্মকর্তা হিসেবে এটা পাওয়া খুব সৌভাগ্যের ব্যাপার।

চট্টগ্রামে যোগদানের মাধ্যমে তিনি এখন আরও বৃহত্তর পরিসরে প্রশাসনিক দক্ষতা প্রয়োগের সুযোগ পাবেন। রাষ্ট্রের প্রধান অর্থনৈতিক ও কৌশলগত জেলার নেতৃত্বের এই দায়িত্ব কেবল বদলি নয় নিজের কর্মদক্ষতার পুরস্কার ও নেতৃত্বের স্বীকৃতি হিসেবে এই ‘প্রাইজ পোস্টিং’ পেলেন তিনি।

 

You might also like

Comments are closed.