কাজের জন্য কাউকে তেল দেব না: অরুণিমা ঘোষ

অভিনেত্রী অরুণিমা ঘোষ নিজের নীতিতে অনড়। কাজের সুযোগ পেতে কাউকে তোষামোদ করতে হবে—এই ধারণাকে সরাসরি নাকচ করলেন তিনি। এক খোলামেলা বক্তব্যে অরুণিমা বলেন, “কাজ পাওয়ার জন্য কাউকে তেল দিতে পারব না। এত বছরে যখন পারিনি, তখন আগামী দিনেও হবে না। আমি ভাগ্যে বিশ্বাস করি। হওয়ার থাকলে হবে, এটাই আমার নীতি।”
দীর্ঘদিনের অভিনয়জীবনে অরুণিমা ঘোষ নিজেকে প্রমাণ করেছেন গুণী অভিনেত্রী হিসেবে। কিন্তু এই বক্তব্যে উঠে এসেছে তাঁর পেশার প্রতি সততা ও আত্মসম্মানের দৃঢ়তা। বর্তমান সময়ে যখন অনেকেই সুযোগের জন্য নানা পথে চেষ্টা করেন, সেখানে অরুণিমার এই সোজাসাপ্টা অবস্থান শিল্পী সমাজে আলোচনার জন্ম দিয়েছে।
অরুণিমা বরাবরই স্পষ্টভাষী। তিনি কখনোই নিজেকে প্রচারের মোড়কে বাঁধেন না, বরং নিজের কাজ আর নীতিকেই মুখ্য করে দেখান। তাঁর বিশ্বাস, প্রকৃত প্রতিভা কোনোদিন অগ্রাহ্য হয় না। হয়তো সময় নেয়, কিন্তু শেষ পর্যন্ত তার প্রাপ্য জায়গা সে পেয়েই যায়।
এই মনোভাবই তাঁকে আজও দর্শকদের কাছে প্রিয় করে রেখেছে। তাঁর অভিনয়ে যেমন আত্মবিশ্বাস, তেমনই জীবনের প্রতি তাঁর দৃষ্টিভঙ্গিতেও আছে স্বচ্ছতা। অরুণিমার এই মন্তব্য যেন পুরো ইন্ডাস্ট্রির জন্য এক বার্তা—স্বপ্ন পূরণ হতে পারে নিজের শক্তিতেই, আপসের পথে নয়।
You might also like

Comments are closed.