কাজাখস্তানে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত

কাজাখস্তানের আকতাউ শহরের কাছে আজারবাইজান এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। এতে বহু মানুষ হতাহত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বুধবার (২৫ ডিসেম্বর) কাজাখস্তানের আকতাউ শহরের কাছে এ দুর্ঘটনা ঘটে। বিমানটিতে ৬২ জন যাত্রী এবং পাঁচজন ক্রু ছিলেন। খবর বিবিসি, সিএনএন নিউইয়র্ক টাইমসের।

দুর্ঘটনার পর একটি ভিডিওতে দেখা গেছে, বিমানটি মাটিতে আঘাত করার সঙ্গে সঙ্গে আগুনে ফেটে যায় এবং ঘন কালো ধোঁয়া উঠতে থাকে।

বিধ্বস্ত বিমানে হতাহতদের খোঁজ।ছবি: সংগৃহীত

মধ্য এশিয়ার দেশটির জরুরি মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ফায়ার সার্ভিস আগুন নিভিয়েছে এবং যারা বেঁচে আছেন তাদের নিকটবর্তী হাসপাতালে চিকিৎসা করা হচ্ছে। ইতোমধ্যে ২৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিকভাবে উড়োজাহাজ বিধ্বস্তের কারণ জানা যায়নি।

You might also like

Leave A Reply

Your email address will not be published.