কাজলের গুরুতর আহতের বিষয়ে যা জানা গেল

দক্ষিণ ভারতের চলচ্চিত্র জগতে এক উজ্জ্বল নাম কাজল আগরওয়াল। দুই দশকেরও বেশি সময় ধরে তিনি রূপালি পর্দায় নিজের জায়গা করে নিয়েছেন। শুধু অভিনেত্রী হিসেবে নয় বরং এক সাংস্কৃতিক আইকন হিসেবে।

তামিল, তেলুগু, হিন্দি ভাষা বদলেছে কিন্তু তার অভিনয়ের মাধুর্য রয়ে গিয়েছে অটুট। পর্দায় যেমন মোহময়, তেমনই সোশ্যাল মিডিয়াতেও তার লাখ লাখ অনুরাগী প্রতিদিন প্রতিটি পোস্টে ঢেলে দেন ভালোবাসা, শ্রদ্ধা আর উচ্ছ্বাস।

সম্প্রতি একটি গুজব ছড়িয়ে পড়ে কাজল নাকি দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। খবরটি সোশ্যাল মিডিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়ে, এবং মুহূর্তেই তার অনুরাগীরা উদ্বিগ্ন হয়ে পড়েন।

প্রার্থনা, উদ্বেগ, এবং ভালোবাসার বার্তায় ভরে যায় কমেন্ট সেকশন। এমন কী কিছু সংবাদমাধ্যমও এই খবরকে যাচাই না করেই প্রচার করতে শুরু করে।

গুজবের বিষয়ে ভারতীয় গণমাধ্যমকে কাজল বলেন, ‘আমি এখন ব্যস্ত, পরে যোগাযোগ করব।’ এই সংক্ষিপ্ত অথচ স্পষ্ট বার্তার মাধ্যমে অভিনেত্রী জানিয়ে দেন, তিনি সুস্থ, নিরাপদে রয়েছেন এবং গুজবটি সম্পূর্ণ ভিত্তিহীন।

তার ইনস্টাগ্রাম স্টোরিতে সদ্য শেয়ার করা প্রোমোশনাল পোস্টও এই কথার প্রমাণ। এমন কী জানা গিয়েছে, তিনি সম্প্রতি মালদ্বীপে স্বামী গৌতম কিচলুর সঙ্গে ছুটি কাটাতে গিয়েছেন।

 

You might also like

Comments are closed.