‘কাজকে গুরুত্ব দিয়ে বইয়ের কাভারটি নামহীন রাখার চিন্তা করলাম’

ইমরান মাহফুজ

নাম সর্বস্বযুগে কাজের চেয়ে নামের বাহারই বেশি দেখা যায়! এর বিপরীতে আমি কাজকে গুরুত্ব দিয়ে কাভারটি নামহীন রাখার চিন্তা করলাম। তাছাড়া প্রথম বই দীর্ঘস্থায়ী শোকসভা মধ্যে এক্সপেরিমেন্ট করার চেষ্টা করেছি।

আশা রাখি, পাঠকরা এবারেও সূচিপত্রহীন বইটিতে বাংলা কবিতার এক্সপেরিমেন্ট খুঁজে পাবেন।

বইটি প্রকাশ করছে ঐতিহ্য,
মেলায় প্যাভিলিয়ন ১৪।
দাম ১৩০ টাকা।
প্রচ্ছদ: আনোয়ার সোহেল।
পাবেন ঐতিহ্য ছাড়াও মেলায় কালের ধ্বনির ৫নং স্টলে। রকমারিতেও আছে।

You might also like

Comments are closed.