করোনা সংক্রমণে ভারত এখন চতুর্থ স্থানে
সংক্রমণের সংখ্যা অন্য দেশের তুলনায় কম, মৃত্যুও কম, তবু ভারত বৃহস্পতিবার বিশ্বের মধ্যে করোনা আক্রমণে উঠে এলো চতুর্থ স্থানে। ব্রিটেনকে পিছনে ফেলে। আমেরিকা, ব্রাজিল এবং রাশিয়ার পরেই এখন ভারত। বৃহস্পতিবার ব্রিটেনের দু’লক্ষ একানব্বই হাজার চারশো ন’ জনের সংক্রমণের সংখ্যা টপকে ভারতে সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে দু’লক্ষ আটানব্বই হাজার একশো একানব্বই। মৃত্যু ব্রিটেনে অনেক বেশি। একচল্লিশ হাজার দুশো উনোআশি জন। ভারতে বৃহস্পতিবার পর্যন্ত মোট মৃত্যু আট হাজার চারশো উনোনব্বই জনের। শীর্ষে থাকা তিনটি দেশ আমেরিকা, ব্রাজিল, রাশিয়া পরিসংখ্যানে অনেক এগিয়ে ভারত থেকে।
আমেরিকায় মোট সংক্রমিত বিশ লক্ষ সত্তর হাজার ন’শো একষট্টি জন। মৃত এক লক্ষ পনেরো হাজার দুশো পঞ্চান্ন। ব্রাজিলে সংক্রমিত সাত লক্ষ পঁচাত্তর হাজার পাঁচশো একাশি জন। মৃত উনচল্লিশ হাজার আটশো তিন জন। রাশিয়ায় করোনা আক্রান্ত পাঁচ লক্ষ দু’হাজার চারশো ছত্রিশ জন। মৃত্যু ছ’হাজার পাঁচশ বত্রিশ জন। ভারতের মধ্যে প্রথম তিনটি রাজ্য হল মহারাষ্ট্র, তামিলনাড়ু ও দিল্লি। পশ্চিমবঙ্গে সংক্রমণ বাড়লেও মৃত্যুর হার কম। সুস্থতার হার বেশি। গত একমাসে চালচিত্র পরিবর্তিত হয়েছে সব থেকে বেশি। জুনেই ভারতে আক্রান্তের সংখ্যা সর্বাধিক।