করোনা শনাক্তে ভুয়া অ্যান্টিজেন টেস্ট চক্রের সন্ধান পেল ডিএমপি

করোনাভাইরাসজনিত রোগ কভিড-১৯ শনাক্তে ভুয়া অ্যান্টিজেন টেস্ট করা একটি চক্রের সন্ধান পেয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার (৩১ আগস্ট) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ভুয়া অ্যান্টিজেন টেস্টের আলামত উদ্ধারসহ কয়েকজনকে আটক করেছে ডিএমপির গোয়েন্দা (ডিবি) উত্তর বিভাগ।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন জানান, ভুয়া অ্যান্টিজেন টেস্টের একটি চক্রকে আটকসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। চক্রটি করোনা টেস্টের জন্য প্রতারণার মাধ্যমে লোক নিয়োগও দিয়ে আসছিলো।

বুধবার (১ সেপ্টেম্বর) দুপুর ২টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

You might also like

Leave A Reply

Your email address will not be published.