করোনা প্রভাব সামলাতে ৫ হাজার ৮০০ কোটি ডলারের সহায়তা প্যাকেজ মালয়েশিয়ার

করোনা ভাইরাসের প্রভাব সামাল দিতে ৫ হাজার ৮০০ কোটি ডলারের (২৫ হাজার কোটি রিঙ্গিত) সহায়তা প্যাকেজের ঘোষণা দিয়েছে মালয়েশিয়া। দেশটির প্রধানমন্ত্রী মুহিদ্দিন ইয়াসিন শুক্রবার এই প্যাকেজের ঘোষণা দেন।

এই প্যাকেজ থেকে ১২ হাজার ৮০০ কোটি রিঙ্গিত খরচ করা হবে জনকল্যাণমূলক পদক্ষেপের জন্য। আরো ১০ হাজার কোটি রিঙ্গিত খরচ করা হবে ব্যবসাগুলোকে সহায়তা করতে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

মালয়েশিয়ায় সম্প্রতি করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। দেশটিতে ইতিমধ্যে আক্রান্তের সংখ্যা ২০০০ ছাড়িয়েছে। মারা গেছেন আরো অন্তত ২৪ জন। আক্রান্ত হয়েছেন দেশটির রাজ পরিবারের কর্মীরাও। কোয়ারেন্টিনে আছেন রাজা ও রানী।

দেশটির জাতীয় প্রাসাদ বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে, প্রাসাদের সাত কর্মচারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। রাজা সুলতান আব্দুল্লাহ সুলতান আহমদ শাহ ও রানী তুনকু আজিজাহ আমিনাহ মাইমুনাহ’র পরীক্ষা করা হয়েছে। তারা আক্রান্ত হননি।

You might also like

Leave A Reply

Your email address will not be published.