করোনা পরিস্থিতি পাল্টে দিতে বৃটেনে ৫ কোটি অ্যান্টিবডি পরীক্ষার কিট
ব্রিটিশ সরকার ৫ কোটি অ্যান্টিবডি পরীক্ষার কিট উৎপাদনের আদেশ জারি করেছে। জুনের মধ্যেই মানুষের শরীর থেকে রক্ত সংগ্রহ করে তা করোনাভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলেছে কিনা তা পরীক্ষা করা হবে।
অক্সফোর্ডের বিজ্ঞানীদের উদ্ভাবিত প্রতিটি পরীক্ষায় ১০০০ টাকার কিছু বেশি খরচ হবে।
ধারণা করা হচ্ছে এসব পরীক্ষার মাধ্যমে করোনার বিরুদ্ধে যাদের শরীর প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলেছে তাদের শতকরা ১০০ ভাগকেই শণাক্ত করা যাবে।
আয়োজকরা এখন শুধু এসব কিট উৎপাদন নিয়েই ভাবছেন।
সরকারি সূত্র বলছে, করোনার বিরুদ্ধে এটি পরিস্থিতি পুরো পাল্টে দিতে পারে। ভাইরাসের আক্রমণের বিরুদ্ধে এটিই হতে পারে যুগান্তকারী সূচনা।
পরীক্ষায় অংশগ্রহণকারীদের কাছ থেকে রক্ত নেয়ার ২০ মিনিট পর দুটি দাগ আসলে নিশ্চিত হওয়া যাবে তার রক্ত করোনার বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলেছে। একটি দাগের অর্থ হবে প্রতিরোধ ক্ষমতা অর্জিত হয়নি অথবা পরীক্ষাটি ব্যর্থ হয়েছে।
আশা করা যাচ্ছে, গ্রীষ্মের মধ্যেই প্রতি সপ্তাহে গড়ে ১০ লক্ষ করে পরীক্ষা করা যাবে।
ডেইলি এক্সপ্রেস অবলম্বনে।