করোনা পজিটিভ বাঘ-সিংহ!

এই মাসের শুরুর দিকে একটি বাঘ করোনা পজিটিভ ধরা পড়ার পর নিউইয়র্কের ব্রংক্স চিড়িয়াখানার আরও সাতটি বাঘ-সিংহের করোনাভাইরাস রয়েছে বলে ‘ওয়াইল্ডলাইফ কনজারভেশান সোসাইটি’ ঘোষণা করেছে।

নিউইয়র্কের বিখ্যাত চিড়িয়াখানাটির পরিচালনাকারী অলাভজনক প্রতিষ্ঠানটি বলছে, এপ্রিলের শুরুতে তিনটি বাঘ এবং তিনটি আফ্রিকান সিংহের করোনা সংক্রমণের লক্ষণ দেখা দিয়েছিল যখন ৪ বছর বয়সী ‘নাদিয়া’ নামের একটি মালয় বাঘ করোনা পরীক্ষায় পজিটিভ ধরা পড়েছিল।

তারপর ওই ৬ টি বাঘ-সিংহকেই পরীক্ষা করানো হয় এবং তাদের মাঝে করোনা সংক্রমিত হবার লক্ষণ দেখা দিয়েছে। চিড়িয়াখানা কর্তৃপক্ষের ভাষায়, প্রাণীগুলো কাশছে।

আরও একটি বাঘ রয়েছে যার মধ্যে কোন লক্ষণ দেখা যায়নি, কিন্তু পরীক্ষায় পজিটিভ এসেছে।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ বলছে, প্রাণীগুলো এক কর্মী দ্বারা সংক্রামিত হয়েছিল যিনি করোনা পজিটিভ ছিলেন, তবে সেই সময় তার মধ্যে কোনও লক্ষণ দেখা যায়নি।

এর ফলশ্রুতিতে এখন থেকে অলাভজনক প্রতিষ্ঠানটি দ্বারা পরিচালিত চারটি চিড়িয়াখানা জুড়ে যেসব কর্মীরা বাঘ-সিংহদের দেখাশোনা করে থাকেন তাদের জন্য প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

অবশ্য চারটি চিড়িয়াখানাই মার্চ মাসের মাঝামাঝি থেকে বন্ধ রয়েছে।

এদিকে চিড়িয়াখানা কর্তৃপক্ষ বলছে, প্রাণীগুলো এখন স্বাভাবিক আচরণ করছে, ভালোই খাওয়া-দাওয়া করছে এবং খুব বেশি কাশছে না।

সিএনএন অবলম্বনে।

You might also like

Leave A Reply

Your email address will not be published.