করোনা চিকিৎসার সম্পূর্ণ কোর্স শেষ, জনজীবনে ফিরতে প্রস্তুত ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার করোনা চিকিৎসার সম্পূর্ণ কোর্স শেষ করেছেন। আগামী শনিবার থেকে তিনি পাবলিক ইভেন্টে যোগ দিতে পারবেন । স্থানীয় সময় বৃহস্পতিবার এমনটি জানিয়েছেন ট্রাম্পের চিকিৎসক ডা. সিন কনলে।

ডা. সিন কনলে বলেন,প্রেসিডেন্ট ওষুধে খুব ভালো সাড়া দিয়েছে এবং তার অবস্থা স্থিতিশীল রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পও জানিয়েছেন যে মার্কিন স্থানীয় সময় শুক্রবার তার করোনা টেস্ট হতে পারে। এ সময় আগামী শনিবার থেকে নির্বাচনি র‍্যালিতে অংশ নেয়ার আশাবাদ ব্যক্ত করেন ট্রাম্প।

এদিকে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে দ্বিতীয় মার্কিন প্রেসিডেন্সিয়াল বিতর্ক ভার্চুয়ালি হবে বলে জানিয়েছে এই বিতর্কের আয়োজক স্বাধীন ও নিরপেক্ষ কমিশন। তবে প্রেসিডেন্ট ট্রাম্প এই ধরনের বিতর্কে অংশ নেবেন না বলে জানিয়েছেন। গত ২ অক্টোবর ট্রাম্প নিজেই টুইট বার্তায় সস্ত্রীক করোনায় আক্রান্ত হওয়ার খবরটি জানান। এরপর অবস্থার অবনতি হলে ট্রাম্পকে ওয়াল্টার রিড সামরিক হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসা শেষে ইতোমধ্যে হোয়াইট হাউসে ফিরেছেন ট্রাম্প।

You might also like

Leave A Reply

Your email address will not be published.