‘করোনা আমায় পাগল করে দিচ্ছে’

করোনার মধ্যেও ব্যস্ত টলিউড অভিনেতা-অভিনেত্রীরা। প্রতিনিয়ত শুটিংয়ে যাচ্ছেন। এরমধ্যে দাপিয়ে শুটিং করছেন মিমি চক্রবর্তী। প্রতিদিনই বাসা থেকে কফি মেকার থেকে ইলেকট্রিক কেটলি, পানি মেকআপ সামগ্রীসহ প্রয়োজনীয় সামগ্রী নিয়ে শুটিংয়ে অংশ নেন।

এই সমস্ত জিনিস টানতে টানতে হাঁপিয়ে গিয়ে মিমি বলেন, আমি ভুলেই গেলাম যে সাধ করে আমি আম খেতে চেয়েছিলাম। করোনা আমায় পাগল করে দিচ্ছে!

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে মিমি বলেন, করোনা থাকবে। আর আমাদের কাজও করতে হবে। তবে নুসরাত আর যশের চেয়ে আমি বেশি প্যানিক করছি। এক ঘণ্টা অন্তর ফ্লোর স্যানিটাইজড করা হচ্ছে। সবাই মাস্ক পরে। সব্বাই সতর্ক। এরপরেও আমরা ভাবছি খাবারও বাড়ি থেকে নিয়ে যাব। এতো কিছু করছি তাই যশ বলছে,‘করোনা করোনা করে এবার আমার মাথাতে করোনা উঠে আসবে!

You might also like

Comments are closed.