করোনা আক্রান্ত রোনালদো
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। পজিটিভ হওয়ার পর উয়েফা ন্যাশন্স লিগের পর্তুগাল স্কোয়াড থেকে সেল্ফ আইসোলেশনে চলে গেছেন তিনি। পর্তুগালের ফুটবল ফেডারেশন তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এক বিবৃতির মাধ্যমে খবরটি নিশ্চিত করেছে। পর্তুগালের হয়ে উয়েফা ন্যাশন্স লিগের ম্যাচ খেলতে গিয়েই রোনালদো করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
পর্তুগিজ দলের সঙ্গে সোমবার ডিনারে অংশ নেওয়ার পর থেকে রোনালদো করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ফিরেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে রোনালদোর সেই ডিনারে অংশগ্রহণের ছবিও প্রকাশিত হয়। রোনালদো নিজেই সেলফি তুলে সেই ছবি পোস্ট করেন।
পর্তুগিজ ফুটবল ফেডারেশন জানায়- রোনালদোর শারীরিক অবস্থা বেশ ভালো আছে। বাড়তি কোনো সমস্যা নেই। যেহেতু দলের একজন খেলোয়াড় পজিটিভ হয়েছেন তাই পুরো দলের আবার করোনা টেস্ট হবে।
জুভেন্টাসে রোনালদোর সতীর্থ পাওলো দিবালা এর আগে করোনায় পজিটিভ হয়েছিলেন।
ইতালি লিগে খেলা আরেক তারকা ইব্রাহিমোভিচও করোনায় আক্রান্ত হয়েছিলেন।