করোনায় নিজাম হাজারীর বড় ভাইয়ের মৃত্যু, খবর শুনে মায়ের মৃত্যু

এবার করোনায় এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীর বড় ভাইয়ের মৃত্যু হয়েছে। রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার বড় ভাই জসিম উদ্দিন হাজারী (৫৮) মারা যান।

জসিম উদ্দিন হাজারী করোনায় আক্রান্ত হয়ে চারদিন আগে ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। গতকাল থেকে তিনি আইসিইউতে ভর্তি ছিলেন।

ঢাকায় করোনায় বড় ছেলের মৃত্যুর সংবাদ সহ্য করতে না পেরে হৃদরোগে তার মা দিল আফরোজা বেগম মারা যান।

নিজাম উদ্দিন হাজারীর মা ও বড় ভাইয়ের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে জেলায় শোকের ছায়া নেমে আসে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সাংবাদিক, সুশীল সমাজের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেন।

You might also like

Comments are closed.