কাল বিবিসি এবং আরো অনেক সংবাদ মাধ্যমে জানিয়েছে করোনা ভাইরাস এর বিরুদ্ধে লাইফ সেভিং ড্রাগ মানে জীবন রক্ষাকারী একমাত্র ওষুধ হিসেবে Dexamethasone কার্যকরী প্রমাণিত হয়েছে। আমার মেডিক্যাল এবং ফার্মা এর চাকুরির সুবাদে দেখেছি এরকম কোন ওষুধের নাম জানা গেলেই বাঙালী দৌড় দেয় ফার্মেসির দোকানদারের কাছে। আর করোনা প্যানডেমিক এর সময় এই প্রবণতা আরও বেশি। ওষুধের দোকানদার ও ইচ্ছামত ডোজ এ সব ওষুধ খেতে বলে দেন। মানুষ আগে ভাগে ওষুধ খেয়ে বসে থাকে যাতে করোনা তাকে ধরতেই না পারে। এত বুদ্ধি কিন্তু এই Dexamethasone এর ক্ষেত্রে খাটবেনা।
আগে জেনে নিই যে ট্রায়াল এ Dexamethasone কে কার্যকরী বলা হয়েছে সেই ট্রায়াল কি ধরনের ট্রায়াল ছিল। এই ট্রায়াল এর নাম ছিল RECOVERY Trial. এটা মার্চ থেকে শুরু হয়েছিল। অক্সফোর্ড ইউনিভার্সিটি এর একটা টিম এই ট্রায়াল conduct করেছিল। এই ট্রায়ালে দেখা গেছে যেসব পেশেন্ট কে হসপিটালে অক্সিজেন দেয়ার প্রয়োজন হয়েছিল অথবা ভেন্টিলেশন দেয়া হয়েছিল এমন সিরিয়াস পেশেন্ট এর ক্ষেত্রে এই ওষুধ ভাল রেজাল্ট দেখিয়েছে। যাদের অক্সিজেন সাপ্লাই দেয়ার প্রয়োজন হয়নি বা ভেন্টিলেশনে ছিলনা তাদের ক্ষেত্রে কিন্তু এই ওষুধ তেমন কোন ভাল রেজাল্ট দেখায় নি। ভেন্টিলেশনে যেসব পেশেন্ট ছিল তাদের ক্ষেত্রে ৪০-২৮% পর্যন্ত death risk কমিয়ে এনেছে। আর অক্সিজেন সাপ্লাই দেয়া হচ্ছিল তাদের ক্ষেত্রে ২৫-২০% পর্যন্ত death risk কমিয়ে এনেছে। যাদের mild symptom ছিল তাদের ক্ষেত্রে এই ওষুধ তেমন কোনও কাজে আসেনি।
আবার Dexamethasone এই ওষুধ এর ব্যপারেও আমরা একটু জেনে নেই। এই ওষুধ এক ধরনের স্টেরয়েড । স্টেরয়েড এর যে অনেক ধরনের সাইড ইফেক্ট থাকে সেটা আমরা জানি। এই ওষুধ মুলত গরু মোটা তাজা করার জন্যে ব্যবহার করা হয়। মানুষের ক্ষেত্রে এই ওষুধ খুব কম ডোজে দিতে হবে। ডোজ কি হবে সেটা একমাত্র অভিজ্ঞ চিকিৎসক ই বলতে পারবেন। উলটা পালটা ডোজ এ Dexamethasone খেলে চোখের সমস্যা, হাত পা ফুলে যাওয়া, ঘুমের সমস্যা, সাইকোলজিক্যাল সমস্যা, মাথা ব্যথা, মাথা ঘুরা ইত্যাদি নানা ধরনের জটিল সমস্যা হতে পারে।
এই Dexamethasone প্রায় সব দোকানেই পাওয়া যায়। দোকানদার এই সুযোগে আপনাকে ২/১ টা Dexamethasone ট্যাবলেট খাওয়ানোর চেষ্টা করতেই পারে। আর আপনার আশে পাশের শুভাকাঙ্ক্ষী ও কম নয়। উনারা আপনাকে ভালবেসে Dexamethasone খেয়ে নিতে বলতেই পারেন। কিন্তু আপনি নিজে সচেতন হোন। এটা ভিটামিন ট্যাবলেট না যে আপনি ইচ্ছা মত খেলেন কিন্তু সেরকম কিছু হবেনা। না জেনে স্টেরয়েড খেলে সিরিয়াস সাইড ইফেক্ট হবে। তাই এসব ওষুধ থেকে দূরে থাকুন।
যেকোনও সমস্যা দেখা দিলে চিকিতসকের পরামর্শ নিয়ে ওষুধ খান। নিজে সুরক্ষিত থাকুন। পরিবারকে সুরক্ষিত রাখুন।