করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ১০

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছেন আরো ১০ জন।

শুক্রবার (২৭ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা ভাইরাস বিষয়ক এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মোট ১৯৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

সেই হিসেবে শনাক্তের হার চার দশমিক ০২ শতাংশ। ২৪ ঘণ্টায় মারা যাওয়া একজন পুরুষ। তার বয়স ৬১-৭০ বছরের মধ্যে। তিনি ঢাকা বিভাগের।

সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে ২৯ হাজার ৫১৯ জন মারা গেছেন। তাদের মধ্যে চলতি বছর মারা গেছেন ২০ জন। এখন পর্যন্ত শনাক্ত হয়েছেন ২০ লাখ ৫২ হাজার ৭৩ জন। ২০২৫ সালে শনাক্ত হয়েছেন ৫২৮ জন।

You might also like

Comments are closed.