করোনায় আক্রান্তের সংখ্যা ৭০ লাখ ছাড়াল

বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৭০ লাখ ছাড়িয়ে গেছে। দুই- তৃতীয়াংশেরও বেশি সংক্রমণ ঘটেছে ইউরোপ ও যুক্তরাষ্ট্রে। সোমবার গ্রিনিচ মান সময় ০৭০০ টায় বিশ্বের বিভিন্ন দেশের সরকারি সূত্রের বরাত দিয়ে এএফপি এ তথ্য জানায়।

পরিসংখ্যান অনুযায়ী, গত বছরের শেষের দিকে চীনে প্রথম করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়ার পর থেকে এ পর্যন্ত বিশ্বব্যাপী কোভিড- ১৯ ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে মোট ৭০ লাখ ৩ হাজার ৮৫১ জনে এবং মৃতের সংখ্যা বেড়ে মোট ৪ লাখ ২ হাজার ৮৬৭ জনে দাঁড়িয়েছে।

এদিকে বিশ্বের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মহাদেশ ইউরোপে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে এ পর্যন্ত মোট ২২ লাখ ৭৫ হাজার ৩০৫ জনে এবং মৃতের সংখ্যা বেড়ে মোট ১ লাখ ৮৩ হাজার ৫৪২ জনে দাঁড়িয়েছে।

একক দেশ হিসেবে বিশ্বে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ ভাইরাসে এ পর্যন্ত মোট ১৯ লাখ ৪২ হাজার ৩৬৩ জন আক্রান্ত হয়েছে এবং দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে মোট ১ লাখ ১০ হাজার ৫১৪ জনে দাঁড়িয়েছে।

পরিসংখ্যান অনুযায়ী, মাত্র এক মাসের ব্যবধানে বিশ্বব্যাপী করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দ্বিগুণ এবং গত ৯ দিনে ১০ লাখেরও বেশি মানুষ কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছে।

বিশ্বের বিভিন্ন দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এবং বিশ্বস্বাস্থ্য সংস্থার দেয়া তথ্য থেকে এএফপির সংগ্রহ করা উপাত্ত ব্যবহার করে তৈরি করা এ পরিসংখ্যান করোনাভাইরাসের প্রকৃত আক্রান্তের সংখ্যার কেবলমাত্র একটি আংশিক প্রতিফলন বলে ধারণা করা হচ্ছে। কেননা, বিশ্বের অনেক দেশ কেবলমাত্র গুরুতর আক্রান্ত লোকদেরই করোনা পরীক্ষা করছে।

You might also like

Comments are closed.