করোনার মধ্যেই নির্বাচন, দক্ষিণ কোরিয়ায় ক্ষমতাসীনদের বড় জয়

করোনা মহামারির মধ্যেই অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে বড় জয় পেয়েছে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইনের ক্ষমতাসীন দল। করোনা মহামারি শুরুর পর এটাই কোনো দেশে প্রথম জাতীয় নির্বাচন। এ নির্বাচনে প্রথমবারের মতো উত্তর কোরিয়ার পক্ষত্যাগী একজন শীর্ষ কর্মকর্তা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি হলেন থায়ে ইয়ং-হো। তিনি বৃটেনে উত্তর কোরিয়ার উপরাষ্ট্রদূত ছিলেন। কিন্তু ২০১৬ সালে স্বপক্ষ অর্থাৎ উত্তর কোরিয়ার পক্ষ ত্যাগ করে তিনি স্বপরিবারে দক্ষিণ কোরিয়ায় আশ্রয় নেন। এবার প্রথমবার তিনি সেখানে পার্লামেন্ট নির্বাচনে এত উচ্চ পর্যায়ের কোনো ব্যক্তিত্ব হিসেবে নির্বাচিত হলেন। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।

এতে বলা হয়, যাতে নির্বাচন সময়মতো হতে পারে এ জন্য নিরাপত্তা ও সামাজিক দূরত্ব বজায় রাখা হয় দক্ষিণ কোরিয়াতে। দেশটির জাতীয় পরিষদের ৩০০ আসনে মঙ্গলবার ভোট হয়। এতে প্রায় সব ভোট গণনায় প্রেসিডেন্ট মুন জায়ে-ইনের দল ডেমোক্রেটিক পার্টি ১৬৩ আসনে জয় পেয়েছে। দলটির অঙ্গ সংগঠন প্লাটফর্ম পার্টি আরও ১৭টি আসনে বিজয়ে পথে। সব মিলিয়ে সরকারি দল ১৮০ আসনে বিজয় পাচ্ছে। নির্বাচনে ৩৫টি দল প্রার্থী দিলেও মূল লড়াইটা ছিল বামপন্থি ডেমোক্রেটিক পার্টি ও বিরোধী রক্ষণশীল ইউনাইটেড ফিউচার পার্টির মধ্যে। ইউনাইটেড ফিউচার পার্টি ও এর পার্লামেন্টারি অংশীদাররা নির্বাচনে ১০৩ টি আসন পাবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

You might also like

Leave A Reply

Your email address will not be published.