করোনার বিস্তার রোধে থাইল্যান্ডে কাল থেকে কারফিউ

করোনা ভাইরাসের বিস্তার রোধে কাল শুক্রবার থেকে থাইল্যান্ডে কারফিউ। এ ঘোষণা জারি করে প্রধানমন্ত্রী প্রায়ুথ-চান ওচা বলেছেন, স্থানীয় সময় রাত ১০টা থেকে ভোর চারটা পর্যন্ত লোকজনের বাইরে বের হওয়া নিষিদ্ধ থাকবে এর অধীনে।
খবর বিবিসির।

এতে আরো বলা হয়েছে, চিকিৎসকের মতো পেশার লোকজন বাদে যদি কেউ কারফিউ বা নির্দেশ ভঙ্গ করেন তাহলে তাকে সর্বোচ্চ দুই বছর পর্যন্ত জেল দেয়া হবে।

You might also like

Comments are closed.