করোনার টিকার চূড়ান্ত পরীক্ষা শুরু চীনে

করোনা ভাইরাসের টিকার চূড়ান্ত দফার ক্লিনিক্যাল পরীক্ষা শুরু করেছে চীনের রাষ্ট্রীয় ফার্মাসিউটিক্যাল কোম্পানি সিনোফার্ম। আবু ধাবিতে ১৫ হাজার স্বেচ্ছাসেবকের ওপর এই টিকা প্রয়োগ করা হচ্ছে। বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতের রাজধানীতে এ ঘোষণা দিয়েছে সেখানকার সরকার। অনলাইন আল জাজিরা এ খবর দিয়েছে।

এতে বলা হয়েছে, মানুষের শরীরে এই পরীক্ষা চালানো হচ্ছে চায়না ন্যাশনাল বায়োটেক গ্রুপের (সিএনবিজি) সিনোফার্ম, আবু ধাবির কৃত্রিম বুদ্ধিমত্তা ও ক্লাউড কমপিউটিং কোম্পানি গ্রুপ ৪২ (জি৪২) এবং আবু ধাবি স্বাস্থ্য বিভাগের মধ্যে অংশীদারিত্বের ভিত্তিতে।

You might also like

Comments are closed.