করোনায় ঢাবি অধ্যাপক ড.শাকিলের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. শাকিল উদ্দিন আহমেদ মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
 
বিষয়টি মাল্টিনিউজকে নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞানের অধ্যাপক মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী।

জানা গেছে, রাজধানীর গ্রীন লাইফ হাসপাতালে অধ্যাপক শাকিল রবিবার (৩১ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি বেশ কয়েকদিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন। প্রথমে তাকে আইসিইউতে রাখা হয়েছিল এর মধ্যে তিনি সেরেও উঠেছিলেন। 

এছাড়াও গত শনিবার (৩০ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি বিভাগের একজন অধ্যাপক করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নিজ বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন বলে খবর পাওয়া গেছে।

You might also like

Comments are closed.