করোনামুক্ত হলেন বাণিজ্যমন্ত্রী
মাত্র দশ দিনেই প্রাণঘাতী করোনা ভাইরাস জয় করে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। শনিবার (২৭ জুন) তিনি ঢাকার নিজ বাসায় ফিরে যান বলে গণমাধ্যমকে জানিয়েছেন মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা মো. কামরুজ্জামান চৌধুরী তুহিন।
এর আগে গত ১৭ জুন প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে টিপু মুনশি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। দুপুর দেড়টার দিকে মো. কামরুজ্জামান চৌধুরী তুহিন বলেন, চিকিৎসকরা প্রতিনিয়ত স্যারকে চিকিৎসা দিয়েছেন। এর মধ্যে আরও দুইবার করোনা টেস্ট করেছেন, দুইবারই রেজাল্ট নেগেটিভ এসেছে। এছাড়া বর্তমানে স্যারের শরীরে কোনও সমস্যা নেই। তাই আজ দুপুরে ডাক্তাররা তাকে হাসপাতাল থেকে ছাড় দিয়েছেন।
তবে ডাক্তারদের পরামর্শে আরও ৮-১০দিন বাসায় বাণিজ্যমন্ত্রী আইসোলেশনে থাকবেন বলেও জানান তিনি।