করোনাভাইরাস: বাংলাদেশকে ৩০ হাজার টেস্ট কিট দিলো ভারত

নভেল করোনাভাইরাস (কভিড-১৯) প্রাদুর্ভাব মোকাবিলায় সহযোগিতার অংশ হিসেবে বাংলাদেশকে ৩০ হাজার ‘আরটি-পিসিআর’ টেস্ট কিট দিয়েছে ভারত। ঢাকায় ভারতের হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ আজ বুধবার পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের কাছে টেস্টকিটগুলো হস্তান্তর করেন।

ঢাকায় ভারতীয় হাইকমিশন তাদের ফেসবুক পেজে বাংলাদেশকে টেস্টকিট হস্তান্তরের ছবি ও তথ্য প্রকাশ করে লিখেছে, ‘দুঃসময়ে পাশে থাকি, বন্ধু বলে যখন ডাকি’। করোনাভাইরাস মোকাবিলায় বাংলাদেশকে ভারতের জরুরি সহায়তার এটি তৃতীয় চালান।
এর আগে ভারত গত ২৬ এপ্রিল বাংলাদেশকে এক লাখ হাইড্রোক্সিক্লোরোকুইন ট্যাবলেট এবং ৫০ হাজার জীবাণুমুক্ত সার্জিকাল ল্যাটেক্স গ্লাভস দিয়েছে। তারও আগে গত ২৫ মার্চ ভারত বাংলাদেশকে ৩০ হাজার সার্জিক্যাল মাস্ক এবং ১৫ হাজার হেড-কভার সমন্বিত জরুরি চিকিৎসা সহয়তার প্রথম চালান হস্তান্তর করে।

You might also like

Comments are closed.