করোনাভাইরাস: নেপালে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী পাঠালো বাংলাদেশ
সরকারের জরুরি তহবিল হতে নেপালে করোনা আক্রান্ত জনগণের জন্য ঔষধ ও সুরক্ষা সামগ্রী পাঠিয়েছে বন্ধুপ্রতীম দেশ বাংলাদেশ। সোমবার ( ৭ জুন) বেলা সাড়ে ১১ টায় বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে তিনটি ট্রাক বোঝাই স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী পাঠায় বাংলাদেশ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে উপহার হিসেবে নেপালের কোভিড-১৯ আক্রান্ত জনগনের জন্য স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী হিসেবে ঔষুধ, হ্যান্ড স্যানিটাইজার, ফ্লোর ক্লিনার, সার্জিক্যাল মাস্কসহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী পাঠানো হয়। এসব মেডিকেল সামগ্রী ভারতের ফুলবাড়ি শুল্ক স্টেশন হয়ে নেপালে প্রবেশ করবে।
এসময় উপস্থিত ছিলেন বাংলাবান্ধা স্থলবন্দর ইমিগ্রেশনের পরিদর্শক (ওসি) নজরুল ইসলাম, বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট ইন্সপেক্টর সারোয়ার হোসেন সাগর, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)’র এডি সামছুল হক প্রমুখ।