করোনাভাইরাস: নেপালের সঙ্গে বিমান চলাচলে নিষেধাজ্ঞা

নেপালে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষাপটে দেশটির সঙ্গে বিমান চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে সিভিল বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

রোববার বেবিচকের ফ্লাইট স্ট্যান্ডার্ড রেগুলেশন অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স বিভাগের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন ইমরানুর রহমান স্বাক্ষরিত এক সার্কুলারে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, করোনা ভাইরাসের বিস্তারের ঝুঁকি কমাতে বন্ধু রাষ্ট্র নেপালের সঙ্গে বিমান চলাচল বন্ধ করা হলো। ১০ মে থেকে এই নির্দেশনা কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বহাল থাকবে।

You might also like

Comments are closed.