করোনাভাইরাস: নতুন ‘হটস্পট’ ভারত

প্রতিনিয়ত রেকর্ড হারে প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছে ভারতে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ৭৬৭ জন আক্রান্ত হয়েছে। যা দেশটিতে একদিনে এখন পর্যন্ত সর্বোচ্চ।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গত তিন দিন ধরে দেশটিতে প্রতিনিয়ত আক্রান্ত হয়েছে ৬ হাজারে বেশি। দেশটিতে এনিয়ে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৩১ হাজার ৮৬৭ জনে দাঁড়ালো।

এছাড়া গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় মারা গেছে ১৪৭ জন। এতে মোট মৃত্যুর সংখ্যা ৩ হাজার ৮৬৭ জন ।

প্রতিবেদনে বলা হয়েছে, লকডাউন শিথিল করার পর দেশটিতে চলতি সপ্তাহে রেকর্ড হারে করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

গত সোমবার দেশটিতে করোনা শনাক্ত হয় ৫ হাজার ২৪২ জন, বুধবার ৫ হাজার ৬১১ জন্ম শুক্রবার ৬ হাজার ৮৮ জন এবং গতকাল শনিবার ৬ হাজার ৬৫৪ জন। এরপর আজ রবিবার নতুন রেকর্ড আক্রান্তের সংখ্যার খবর পাওয়া গেল।

ভারত কী তাহলে করোনার নতুন হটস্পট, এমনটাই আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

দেশটিতে করোনায় আক্রান্তের শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। রাজ্যটিতে আক্রান্ত ৪৭ হাজার ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে ১৫শ’। এনডিটিভি।

You might also like

Leave A Reply

Your email address will not be published.