করোনাভাইরাসঃ মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট ও অন্যরা কোয়ারেন্টাইনে!

করোনাভাইরাসে বিপর্যস্ত চীন সফর করে আসায় মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট খালতমাজিন বাতুলগা, পররাষ্ট্রমন্ত্রী সগবাটার দামদিন ও অপর ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের কোয়ারেন্টাইনে (ভাইরাস সংক্রমণরোধে বিশেষভাবে রাখা) নেওয়া হয়েছে। আগামী ১৪ দিন তারা পর্যবেক্ষণে থাকবেন।

গত বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী সগবাটার দামদিন ও ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের নিয়ে খালতমাজিন বাতুলগা বেইজিং যান এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রধানমন্ত্রী লি কেকিয়াংয়ের সঙ্গে সাক্ষাৎ করেন।

সতর্কতার অংশ হিসেবে চীন থেকে ফেরার সঙ্গে সঙ্গে প্রেসিডেন্টসহ অন্যদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলে জানা গেছে।

সূত্রঃ রয়টার্স

You might also like

Comments are closed.