কম বাজেটের ভালো বাইক

মোটরসাইকেলের প্রয়োজনীয়তা আছে অনেকেরই; কিন্তু সাধ্য নেই সবার। তাই যাদের বাজেট কম তারা কম দামের বাইক খোঁজেন। কিন্তু বুঝতে পারেন না কোন বাইকটা ভালো। চিন্তা নেই, এক থেকে দেড় লাখ বা তার চেয়েও কম দামের ভালো বাইক আছে আপনার আশেপাশেই। খোঁজ নিন। যাচাই করে কিনে নিন।  টিভিএস রেইডার ১২৫। ছবি: সংগৃহীত

হোন্ডা এসপি ১২৫: মিড রেঞ্জ সেগমেন্টে হোন্ডা এসপি ১২৫-এর কোনো তুলনা হয় না। ইতিমধ্যেই আকাশছোঁয়া জনপ্রিয়তা পেয়েছে। বিক্রিও ব্যাপক। এতে দেওয়া হয়েছে ১২৪ সিসির ইঞ্জিন, যা দুর্দান্ত পারফরম্যান্স নিশ্চিত করে। মাইলেজের দিক থেকেও তুলনাহীন। প্রতি লিটারে পাড়ি দিতে পারে ৬৪ কিলোমিটার পথ।

টিভিএস রেইডার: মিড রেঞ্জে টিভিএস রেইডার ১২৫-এর চাহিদাও কম নয়। এতে রয়েছে ১২৪.৮ সিসির ইঞ্জিন। এক লিটার তেলে পাড়ি দিতে পারে ৫৭ কিলোমিটার পথ।

হিরো স্প্লেন্ডর প্লাস: সর্বাধিক বিক্রি হওয়া গাড়ির তালিকা করতে বসলে সবার আগে যে নামটা মাথায় আসবে সেটা হল হিরো স্প্লেন্ডর প্লাস। কোম্পানির দাবি, এই মডেল এক লিটার তেলে ৭০ থেকে ৮০.৬ কিলোমিটার পর্যন্ত পাড়ি দিতে পারে। এই বাইকের দাম হাতের নাগালে।

বাজাজ প্লাটিনা ১০০: কম দামের বাইক বাজাজ প্লাটিনা ১০০ মডেল। বাজাজের এই মডেল লিটার প্রতি ৭০ কিলোমিটার পর্যন্ত মাইলেজ দেয়।

বাজাজ সিটি ১১০ এক্স। ছবি: সংগৃহীত

বাজাজ সিটি ১১০ এক্স: বাজাজের প্ল্যাটিনা তো আছেই, কিন্তু সিটি ১১০ এক্স-ও কম যায় না। কোম্পানির দাবি, লিটার প্রতি ৭০ কিলোমিটার পর্যন্ত মাইলেজ দেয় এই বাইক। দামও হাতের নাগালে।

You might also like

Leave A Reply

Your email address will not be published.