কবে ও কোথায় পাওয়া যাবে বাংলাদেশ-ভারত ম্যাচের টিকিট

এএফসি এশিয়ান কাপের মূল পর্বে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ওঠা হচ্ছে না, এটা পুরোনো খবর। বাছাইপর্বে প্রথম ৪ ম্যাচের একটিতেও জয়ের দেখা পায়নি লাল-সবুজের প্রতিনিধিরা।

আগামী ১৮ নভেম্বর সন্ধ্যা ৬টায় রাজধানীর জাতীয় স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হবে জামাল ভুঁইয়ারা। এর আগে অবশ্য ১৩ নভেম্বর আফগানিস্তানের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ মাঠে নামবে বাংলাদেশ।

ভারতের বিপক্ষে ঘরের মাটিতে অনুষ্ঠিতব্য ম্যাচের টিকিট বিক্রি শুরু হবে আগামী ৯ নভেম্বর দুপুর ২ টা থেকে। টিকিট পাওয়া যাবে অনলাইন মাধ্যম কুইকেটে। আর ৪ নভেম্বর পাওয়া আফগানিস্তান ম্যাচের টিকিটি।

প্রতারনা এড়াতে এবার বেশ কিছু নতুন ফিচার যুক্ত করতে যাচ্ছে টিকিট বিক্রি প্রতিষ্ঠান কুইকেট। সঙ্গে বাড়ছে স্টেডিয়ামে টিকিট চেকের বুথের সংখ্যাও।

ভারত ম্যাচের টিকিটের দাম ৪০০ টাকার বেশি করার পরিকল্পনা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তবে আফগানিস্তানের ম্যাচের টিকিট ৩০০ টাকার আশেপাশেই থাকছে বলে খবর।

এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের প্রথম চার ম্যাচে জয়ের দেখা পায়নি বাংলাদেশ জাতীয় ফুটবল দল। দুই ড্র ও দুই হারে টুর্নামেন্টের মূল পর্বে খেলার আশা আগেই শেষ হয়ে গেছে হাভিয়ের কাবরেরার দলের।

অবশ্য জয় না পেলেও মাঠে লড়াকু মনোভাব দেখিয়েছেন হামজা, সমিত, রাকিবরা। তাই প্রতিবেশী প্রতিপক্ষের বিপক্ষে ঘরের মাঠের এই ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ এখনও তুঙ্গে।

You might also like

Comments are closed.