কনটেইনার জট কমাতে চট্টগ্রাম বন্দরের নতুন সিদ্ধান্ত
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ আমদানি করা এফসিএল (ফুল কনটেইনার লোড) কনটেইনারের ওপর চলমান চারগুণ স্টোররেন্ট এক মাসের জন্য স্থগিত করেছে। বন্দর এবং কমলাপুর আইসিডি ছাড়াও পানগাঁও আইসিটিতে এ বাড়তি ভাড়া কার্যকর ছিল চলতি বছরের মার্চ থেকে।
তবে ব্যবসায়ী সংগঠনগুলোর অনুরোধ, আমদানিকারকদের স্বার্থ ও বন্দরের কার্যক্রম স্বাভাবিক রাখতে ২৩ আগস্ট থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত এই স্থগিতাদেশ জারি করা হয়েছে। খালি কনটেইনারের ক্ষেত্রে এ সুবিধা প্রযোজ্য হবে না।
আরও পড়ুন
বন্দর সূত্র বলছে, ইয়ার্ডে কনটেইনার জট নিরসন ও দ্রুত ডেলিভারি নিশ্চিত করাই এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য।
মঙ্গলবার (২৬ আগস্ট) চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) পরিবহন বিভাগের পরিচালক এনামুল করিমের সই করা এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়, চট্টগ্রাম বন্দর এবং ঢাকার কমলাপুর আইসিডিতে প্রযোজ্য, পানগাঁও আইসিটিতে চলতি বছরের ১০ মার্চ চার গুণ হারে স্টোররেন্ট আরোপ করা হয়। তবে নিরবচ্ছিন্ন সেবা প্রদান ও বন্দরের অপারেশনাল কার্যক্রম গতিশীল রাখার স্বার্থে ২৩ আগস্ট ২০২৫ থেকে ২২ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত এফসিএল কন্টেইনারের ওপর চলমান চার গুণ স্টোররেন্ট স্থগিত করা হয়েছে। তবে খালি কন্টেইনারের ক্ষেত্রে এ স্থগিতাদেশ কার্যকর হবে না।

Comments are closed.