মারুফা-ফাহিমার ঝলকে বাংলাদেশের ঐতিহাসিক জয়

প্রথম ওয়ানডেতেও দুইশোর নিচে পুঁজি নিয়ে একদম লড়াই করা যায়নি।  দ্বিতীয় ওয়ানডেতেও দুইশোর নিচে পুঁজি পেল বাংলাদেশ। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির ফিফটিতে পাওয়া ওই পুঁজি এবার সামলে নিলেন বোলাররা। মারুফা আক্তার, নাহিদা আক্তার, রাবেয়া খান, ফাহিমা খাতুনদের সম্মিলিত ঝলকে বাংলাদেশ পেয়ে গেল ঐতিহাসিক জয়।

সেন্ট কিটসে বুধবার (২২ জানুয়ারি) দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে সহজে হারিয়ে সিরিজে সমতা আনল বাংলাদেশ।

প্রথমে ব্যাট করে ৪৮.৫ ওভারে ১৮৪ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। জবাবে ৩৫ ওভারে ১২৪ রানেই গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ নারী দলের ইনিংস। তাতে ৬০ রানে জয় পায় বাংলাদেশ।

সেন্ট কিটসে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় স্বাগতিকরা। বাংলাদেশের ওপেনিং জুটি থেকে আসে ৩৪ রান। এরপর দ্রুত ৩ উইকেট হারিয়ে কিছুটা বিপদে পড়ে টাইগ্রেসরা। তবে দলের হাল ধরেন অধিনায়ক নিগার সুলতানা।

প্রথমে সোভাহানা মোস্তারির সঙ্গে গড়েন ৫১ রানের জুটি। এরপর স্বর্ণা আক্তারের সঙ্গে ৩৮ রানের জুটি গড়ে দলকে ভালো অবস্থায় নিয়ে যান। আলিয়ার বলে আউট হওয়ার আগে টাইগ্রেস অধিনায়ক ১২০ বলে করেন ৬৮ রান। এছাড়াও সোভাহানা মোস্তারির ব্যাট থেকে আসে ২৩ রান। আর স্বর্ণা আক্তার করেন ২৯ বলে ২১ রান।

You might also like

Leave A Reply

Your email address will not be published.