ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে জয় পেল ক্যারিবীয়রা

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ৫ উইকেটে জয় পেয়েছে ক্যারিবীয়রা। সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড গড়ে ক্যারিবীয়রা। ফলে হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু করল বাংলাদেশ।

এই জয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ। মঙ্গলবার (১০ ডিসেম্বর) এই ওয়ার্নার পার্কেই সিরিজের দ্বিতীয় ম্যাচ।

বাংলাদেশের দেওয়া ২৯৫ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই নাহিদ-তানজিমদের তোপের মুখে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। এরপর শাই হোপ ও শেরফেন রাদারফোর্ডের ব্যাটে ঘুরে দাঁড়ায় তারা।

৯৯ রানের পার্টনারশিপ গড়ে ব্যক্তিগত ৮৬ রানে হোপ বিদায় নিলেও ক্রিজে রীতিমতো ঝড় তুলে জয় সহজ করে দেন রাদারফোর্ড। ব্যক্তিগত ১১৩ রান করে ৪৬.৪ ওভারের সময় দলীয় ২৮৮ রানে বিদায় নেন রাদারফোর্ড। এছাড়া জাস্টিন গ্রিভস করেন অপরাজিত ৪১ রান।

সৌম্যর বলে নাহিদ রানার হাতে ক্যাচ দিয়ে রাদারফোর্ড আউট হওয়ার পর ওয়েস্ট ইন্ডিজ জিততে সময় নিয়েছে মাত্র ৬ বল। ফলে ১৪ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় ক্যারিবীয়রা।

টাইগারদের পক্ষে তানজিম হাসান সাকিব, মেহেদী হাসান মিরাজ, নাহিদ রানা, রিশাদ হোসেন ও সৌম্য সরকার একটি করে উইকেট নিয়েছেন।

এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৯৪ রান সংগ্রহ করে বাংলাদেশ। সর্বোচ্চ ৭৪ রান করেছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ক্যারিবীয়দের পক্ষে ৫১ রান খরচায় সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন রোমারিও শেফার্ড। এছাড়া ২ উইকেট নিয়েছেন আলজারি জোসেফ।

এই ম্যাচ জয়ের মাধ্যমে রেকর্ড গড়েছে ক্যারিবীয়রা। এর আগে ২০১৬ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে এই মাঠে সর্বোচ্চ ২৬৬ রান তাড়া করে ৪ উইকেটে জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। সেটিই ছিল সেন্ট কিটসে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড।

You might also like

Leave A Reply

Your email address will not be published.