ওরস থেকে ফেরার পথে বাসচাপায় মৃত্যু ২ জনের

ওরস থেকে ফেরার পথে সুনামগঞ্জ-সিলেট সড়কের আহসানমারা সেতু এলাকায় বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুই অটোরিকশাযাত্রীর মৃত্যু হয়েছে। এতে চালকসহ গুরুতর আহত হয়েছেন আরও তিন যাত্রী। শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন – সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের দুর্লভপুর ফিরোজ আলীর ছেলে আলী নূর (৩৫) ও একই গ্রামের মৃত গোলাব হোসেনের ছেলে জমির হোসন (৩৩)।

গুরুতর আহত তিনজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল পাঠানো হয়েছে। আহতরা হলেন – দুর্লভপুর গ্রামের আলী আকবর (৩০) আমীর আলী (৪০) ও জনি আহমদ (২২)।

জয়কলস হাইওয়ে পুলিশের ওসি মো. আব্দুর বলেন, সকালে সুনামগঞ্জ শহর থেকে যাত্রী নিয়ে একটি বাস সিলেটের উদ্দেশ্যে রওয়ানা করে। পথে সিলেট থেকে ছেড়ে আসা একটি অটোরিকশার সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশা চালকসহ পাঁচজন আহত হন।

খবর পেয়ে পুলিশ স্থানীয়দের সহায়তায় আহতদের হাসপাতালে নেওয়ার পথে আলী নূর ও জমির হোসেন মারা যান। বাকিরা সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন।

শান্তিগঞ্জ থানার এসআই তুষারকান্তি দেব বলেন, খবর পেয়ে সকালে গিয়ে দেখি অটোরিকশাটি দুমড়েমুচড়ে সড়কের পাশে পড়ে আছে। ঘটনার পরপর বাস নিয়ে চালক পালিয়ে গেছেন। এ ছাড়া আহতদের অবস্থাও আশঙ্কাজনক।

You might also like

Comments are closed.