ওবায়দুল কাদেরের ভাই শাহাদাতসহ গ্রেপ্তার ৯: ডিএমপি

কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৯ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ভাই শাহাদাত কাদের রয়েছেন।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, আগের দিন বুধবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই ৯ জনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

মুহাম্মদ তালেবুর রহমান বলেন, এ বিষয়ে পরে বিস্তারিত তথ্য জানানো হবে।

You might also like

Comments are closed.