ওজন কমিয়ে বোল্ড লুকে শেহনাজ গিল

বলিউডে পা রাখার আগে থেকেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছিলেন শেহনাজ গিল। পাঞ্জাবী দর্শকের কাছে শেহনাজ গিল ‘ পাঞ্জাবের ক্যাটরিনা কাইফ’। তার অনুরাগীর সংখ্যাও কম নয়। বলিউডের পাশাপাশি পাঞ্জাবী ফিল্মি দুনিয়ায় শেহনাজের জনপ্রিয়তা এখন তুঙ্গে।
উল্লেখ্য, ‘বিগ বস’ সিজন ১৩’র প্রতিযোগী হওয়ার পর থেকেই একটু একটু করে দর্শকের মনে জায়গা করে নিতে শুরু করে নিয়েছিলেন শেহনাজ।
‘বিগ বস’র ঘরে থাকাকালীন শেহনাজকে যেভাবে দেখেছিলেন দর্শক তার থেকে একটু একটু করে পালটে ফেলেছিলেন অভিনেত্রী।
কড়া ডায়েট মেনে, নিয়মিত শরীরচর্চা করে রীতিমতো ওজন কমিয়েছিলেন অভিনেত্রী।
এবার সেই চেহারাতেই এক্কেবারে বোল্ড আউটফিটে আরও একবার সকলকে চমকে দিলেন শেহনাজ।
You might also like

Comments are closed.